CAR

TRAINING & WORKSHOP

BOOTCAMP 1.0

Specialized Supervised Research Publication Programme

ক্লাস শুরুর তারিখ: ১৫ নভেম্বর ২০২৪

ক্লাস শেষের তারিখ: জুন ২০২৫

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৭ নভেম্বর, ২০২৪

মোট সময়কাল: ৮ মাস

ফাউন্ডেশন ক্লাস: ১৫ নভেম্বর ২০২৪ - ১৫ জানুয়ারি ২০২৫

ফিল্ড ওয়ার্ক: জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫

রিসার্চ পেপার লেখা: মার্চ-মে ২০২৫

জার্নালে চূড়ান্ত পেপার জমা: জুন ২০২৫

মোট আসন সংখ্যা: ৪৮ টি

মোট টিম : ৮ টি (প্রতিটি টিমে ৬ জন করে)

রেজিস্ট্রেশন ফি: ১২,০০০ টাকা (বারো হাজার টাকা মাত্র)

Workshops will be held through Google Meet/ Zoom

INSTRUCTORS

Dr. Md. Mizanur Rahman

Associate Professor

BRAC Business School, BRAC University, Bangladesh

Mohammad Fakhrul Islam

PhD Scholar, MATE, Hungary

Assistant Professor (on study leave), Stamford University Bangladesh

Dr. Babul Hossain

Ph.D. in Sociology

Hohai University, Nanjing, P.R China.

Md. Salman Sohel

Lecturer

Department of Development Studies, Daffodil International University Editorial Board Member, BMC Public Health, Springer Nature; Discover Global Society, Springer Nature.

Md. Naimur Rahman

PhD Scholar, Hong Kong Baptist University, Hong Kong

Research Fellow, Development Studies, Daffodil International University, Bangladesh

Md.Khaled Sifullah

Lecturer

Department of Nutrition and Food Engineering, Faculty of Health and Life Sciences, Daffodil International University

Noshin Tasnim Zaman

Senior Research Associate

Centre For Advanced Research

Md. Sohrab Hossen

Senior Investigation Officer

BRAC

Md. Obaidullah

Graduate Teaching Assistant

Department of Political Science, University of Southern Mississippi, USA.

Safayet Jamil

Lecturer

Department of Public and Community Health, Frontier University, Garowe, Somalia

বুটক্যাম্প ১.০ এর ডোমেইন

আমাদের "Specialized Supervised Research Publication Programme: Bootcamp 1.0" প্রোগ্রামটি বিভিন্ন ফিল্ডের মানুষের আগ্রহ এবং গবেষণার চাহিদা পূরণ করতে মোট ৬টি ডোমেইন নিয়ে কাজ করবে।

বুটক্যাম্প ২০২২ থেকে প্রকাশিত গবেষণা...

২০২২ সালে আয়োজিত সেন্টার ফর এডভান্সড রিসার্চ বুটক্যাম্প থেকে ছয়টি (Q1, Q2) গবেষণাপত্র প্রকাশিত হয়। যেগুলো "Scopus & Web of Science" Indexed (Cell Press, AIMS Public Health, Springer Nature, John Wiley & Sons Inc.) এ প্রকাশিত হয়েছে। যথাক্রমে:-

  1. 1. Scopus (Q1)/ Web of Science, Mapping out the vulnerabilities of migrant women in the informal sector: A qualitative investigation in Dhaka city, Heliyon, Cell Press, (October 2023) Link to read
  2. 2. Scopus (Q2)/ Web of Science, Exploring barriers to accessing healthcare services for older indigenous people in the Chittagong Hill Tract, Bangladesh, AIMS Public Health, PubMed Central, (10 August 2023) Link to read
  3. 3. Scopus(Q2), Living on the Margin in Geneva Camp: Mapping Out Crisis and Coping Strategies of Bihari Refugees in Bangladesh, International Journal of Community Well-Being, Springer Nature (06 December 2023) Link to Read
  4. 4. Scopus (Q2)/ Web of Science; Factors shaping female migrants to informal sector in Bangladesh, Health Science Report, John Wiley & Sons Inc., (27 February 2024) Link to read
  5. 5. Scopus(Q2), Healthcare Challenges in Disaster-Prone Riverine Islands: A Study of Sirajgonj, Bangladesh, International Journal of Community Well-Being, Springer Nature (18 June 2024) Link to read
  6. 6. Assessment of water, hygiene, and sanitation practice and associated factors among Bihari refugee camp in Bangladesh: A cross-sectional study, SN Social Sciences, Springer Nature (25 September 2024) Link to read 

প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত...

বুটক্যাম্প ১.০ হলো একটি ৮-মাসের নিবিড় গবেষণা প্রশিক্ষণ প্রোগ্রাম, যা অংশগ্রহণকারীদের একেবারে শূন্য থেকে একাডেমিক গবেষণা ও প্রকাশনার জন্য প্রস্তুত করতে ডিজাইন করা হয়েছে। এতে দুই মাসের ফাউন্ডেশন ক্লাস, চার মাসের মাঠ পর্যায়ের কাজ এবং শেষ দুই মাসে লেখালেখি ও জার্নালে পেপার সাবমিট করা হবে।

এই প্রোগ্রামটি স্নাতকোত্তর শিক্ষার্থী, নবীন গবেষক এবং পেশাজীবীদের জন্য, যারা তাদের গবেষণার দক্ষতা বাড়াতে এবং নিজ নিজ ক্ষেত্রে একাডেমিক প্রকাশনায় অবদান রাখতে চান।

দুই মাসের ফাউন্ডেশন ক্লাসে যা যা থাকবে :
কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিভ রিসার্চ মেথডলজি, (SPSS, NVivo, GIS, SmartPLS) বিষয়ক ট্রেনিং, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের উপায় এবং কৌশল, একাডেমিক লেখালেখি এবং রেফারেন্সিং সহ আরো অনেক কিছু...

এই প্রোগ্রামের গুণগত মান ও শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য মোট ৪৮ টি আসন বরাদ্দ রাখা হয়েছে । এই প্রোগ্রামে মোট ৮টি টিম থাকবে। প্রতিটি টিমে ৬ জন করে মোট ৪৮ জন এই প্রোগ্রামটি করার সুযোগ পাবে।

প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর, সেরা পারফর্মারদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ইন্টার্ন হিসেবে সেন্টার ফর এডভান্সড রিসার্চের সাথে কাজ করার সুযোগ দেওয়া হবে।

সেন্টার ফর এডভান্সড রিসার্চ সবচেয়ে ভালো মানের মানসম্পন্ন সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেবার মান বজায় রাখতে, ইন্সটেক্টর ফি, ডাটা কালেকশনের সময়ের খরচ (পরিবহন এবং খাবার), এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচসহ এই ফি রাখা হয়েছে। কিস্তিতে প্রোগ্রামের ফি প্রদান করার কোন সুযোগ নেই। বিগত সময়ে সেন্টার ফর এডভান্সড রিসার্চ এর মাধ্যমে বেশ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেই পরিস্থিতি এড়াতে এই প্রোগ্রামের জন্য কিস্তিতে ফি প্রদান করার সুযোগ থাকছে না।

হ্যাঁ, প্রোগ্রামের সব পর্যায় সফলভাবে সম্পন্ন করবে এমন অংশগ্রহণকারীদের  সার্টিফিকেট দেওয়া হবে।

আমরা জানি, গবেষণার কাজে অনেক সময় এবং শক্তি দিতে হয়। তাই আপনাকে যাতে কোনো আর্থিক চিন্তা না করতে হয়, সেজন্য ডেটা সংগ্রহের সময়ের যাতায়াত এবং খাবারের খরচ আমরা বহন করব, যাতে আপনি শুধুমাত্র আপনার গবেষণায় মন দিতে পারেন।

সেন্টার ফর এডভান্স রিসার্চ বিশ্বাস করে, যেই বিষয়ে আপনি বিষয়ে কাজ করতে আগ্রহ বোধ করেন সেই বিষয়েই আপনার গবেষণা করা উচিত।
অংশগ্রহণকারীদের মধ্যে যারা আগে ইনরোল করবে তাদের ধারাবাহিকতা অনুযায়ী টিম গঠন করা হবে। এটা অবশ্যই আলাদা আলাদা ফিল্ডের জন্য আলাদা আলাদা ভাবে হবে।