সুপ্রিয় তরুন গবেষকবৃন্দ…… (Bilingual)
সমাজের সমকালিন বিভিন্ন ইস্যু নিয়ে আপনার লেখা মতামত, প্রবন্ধ ফিচার, সামাজিক সচেতনতা মূলক প্রতিবেদন আহবান করা হচ্ছে।(Call For Blog Submission) বাছাইকৃত সেরা 15 টি লেখা CRAS এর Official Website এর ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের লেখা গুলো সর্বোচ্চ 1000 শব্দের মধ্যে আগামী 31 আগষ্ট 2020 এর মধ্য এই ইমেইল info@crasglobal.org জমা দিতে হবে। আপনি লেখা টি অবশ্যই এই 5টি (বাংলা, ইংরেজি, চাইনিজ, মালায়) ভাষার মধ্যে হবে। তবে লেখাটি অবশ্যই ইউনিক হতে হবে। অন্যর লেখা কপি করা অথবা রেফারেন্স না ব্যবহার নিজের নামে চালিয়ে দেওয়া এমন ধরনের লেখা অগ্রহণযোগ্য হবে। সকলের লেখা Turnitin Plagiarism Checker Software দিয়ে চেক করা হবে। (আপনি চাইলে শেয়ার করতে পারেন যাতে এই পোষ্টটি আপনার অন্য বন্ধুদের কাছে ছড়িয়ে যেতে পারে)
বিঃ দ্রঃ সকলকে অংশগ্রহনের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হবে। কোন কিছু জানতে চাইলে কমেন্টস বা ইনবক্স করতে পারেন।
Call For Blog Submission
Dear young Researcher,
We are inviting you to submit your writing, critical Comment, opinion, review, short Paper, essay, feature on the topic of “Contemporary Social Issues”. Selected 15 Papers will be published in CRAS official website blog. The writing should not exceed 1000 words and please submit to: info@crasglobal.org within 31 August 2020. We accept only Bengal, English, Chinese, Malaya language-based writing. Your writing should be unique and it will be checked by Turnitin Plagiarism Software for verification of plagiarism.
Regards
Gazi Abu Horaira
Senior Research Associate, Centre For Advanced Social Research (CRAS),
PhD Research Fellow, School of International Studies,
University Utara Malaysia (UUM).